চাপাইনবাবগঞ্জ জেলার বাতেনখাঁর মোড়ের আন্জু এবং সরিফ দম্পতির বিয়ের বয়স 4 বছর অতিক্রম হওয়ার পরেও বাচ্চা কনসিভ হচ্ছিল না। সব ধরনের চিকিৎসা করেও বারে বারে ব্যর্থ হচ্ছিল। অবশেষে 18 ডিসেম্বর উনারা হোমিও প্যালেসে আসেন চিকিৎসা নিতে। আলহামদুলিল্লাহ আলহাদুলিল্লাহ আলহাদুলিল্লাহ 28 ফেব্রুয়ারিতে টেষ্ট করে জানতে পারলেন আন্জু কনসিভ করেছেন। মাত্র তিন মাসের চিকিৎসায কনসিভ করলেন আন্জু। হোমিও প্যালেসের পক্ষ থেকে শুভকামনা । সকলের কাছে দোয়া প্রার্থী যেন আন্জু সম্পর্ণ সময় সুস্থ ভাবে পার করে সুস্থ সন্তানের মা হতে পারেন। আমিন।
(২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ২০২২ তারিখে ফেসবুক পেজে পোস্টকৃত)।