চাঁপাইনবাবগঞ্জ জেলার চক আলমপুরের রুমি ও ওহিদুল ইসলাম দম্পতির বিয়ের বয়স ৫ বছর। বিয়ের প্রথম দিকে পর পর দুইবার বাচ্চা নষ্ট হয়। তারপর সাড়ে তিন বছর পার হওয়ার পরেও বাচ্চা কনসিভ হচ্ছিলো না । অনেক চিকিৎসায় ব্যার্থ হয়ে অবশেষে তারা চিকিৎসা নিতে হোমিও প্যালেসে আসেন । আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ । এখানে মাত্র দুই মাসের চিকিৎসায় কনসিভ করলেন রুমি। খবরটি হোমিও প্যালেসের পেজে শেয়ার করার জন্য তাদের কাছে তাদের ছদ্মনাম চাওয়া হলে তারা বলেন -ছদ্মনাম নয়, বরং সরাসরি আমাদের নাম লিখে পোস্ট করুন।
তিনি আরো বলেন,
আমরা যেমন অন্যের সুসংবাদ শুনে হোমিও প্যালেসে এসেছি চিকিৎসা নিতে, আমরা চাই যারা আমাদের মত অসহায় অবস্থায় আছেন, তারাও যেনো আমাদের সংবাদে অনুপ্রাণিত হয়ে হোমিও প্যালেসের চিকিৎসা নেন। হোমিও প্যালেসের পক্ষ অনেক অনেক দোয়া রইল রুমি আপুর জন্য। আপনারাও দোয়া করবেন উনাদের জন্য । আল্লাহ যেন উনাদেরকে সবদিক থেকে সুস্থ রাখেন এবং সুস্থ বাচ্চা জন্ম গ্রহন করার তৌফিক দান করেন । আমিন ।