চাঁপাইনবাবগঞ্জ জেলার বালুবাগান নিবাসী নায়েমা বেগম ও আঃ বারিক দম্পতির ১ম বাচ্চার বয়স ১১ বছর। দ্বিতীয় বাচ্চা নেওয়ার জন্য ঐ দম্পতি দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা গ্রহণ করেও ব্যর্থ হন। নায়েমা বেগমের পিরিয়ড ৩/৪ মাস পর-পর হতো। বহু চিকিৎসার পরে ২০/৩/২১ তারিখে তারা হোমিও প্যালেসে আসেন। ৩ মাস চিকিৎসার পরেই নায়েমা বেগম গর্ভবতী হন। কয়েক দিন আগে নায়েমা বেগম একটা ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেছেন। ১ম সন্তান জন্মের দীর্ঘ ১১ বছর পর ২য় সন্তান জন্ম নেয়ায় উক্ত দম্পতি যার পর নাই খুশী। হোমিও প্যালেসের পক্ষ হতে ঐ সন্তানের জন্য রইলো আন্তরিক দোয়া এবং নায়েমা-আঃ বারিক দম্পতির জন্য রইলো প্রাণঢালা অভিনন্দন। (১৬ মে ২০২২ তারিখে ফেসবুক পেজে পোস্টকৃত)।